গত এক বছর ধরে আমরা দেখেছি স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলো ডিসপ্লে সাইজ বড় করার জন্য বিভিন্ন এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি নচ, টিয়ারড্রপ নচ,হোল পাঞ্চ ও পপ আপ ক্যামেরা সেটআপ । সম্প্রতি আসুস জেনফোন ৬ এ দেখেছি মোটোরাইজ ক্যামেরা ।
এবার শাওমি ও অপো নিয়ে আসছে আন্ডার ডিসপ্লে / ইন ডিসপ্লে ক্যামেরা সেটআপ । আজ সকালে অপো এর ভাইস প্রেসিডেন্ট Brian Shen একটি শর্ট ভিডিও ( আপনাদের জন্য উপরে ক্লিপ টি দিয়ে দেয়া হয়েছে ) প্রকাশ করে যেখানে দেখা যাচ্ছেে একটি ব্যাজেল লেস ফোন এর সামনে আঙ্গুল ধরলে এর ক্যামেরা অ্যাপে আগুল এর লাইভ প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ।
For those seeking the perfect, notchless smartphone screen experience – prepare to be amazed. 📲
You are taking a very first look at our under-display selfie camera technology. RT! 🤯 pic.twitter.com/FrqB6RiJaY
— OPPO (@oppo) June 3, 2019
এর কিছুক্ষণ পরেই শাওমির প্রেসিডেন্ট Lin Bin একটি ভিডিও প্রকাশ করে । এতে দেখা যায় আন্ডার ডিসপ্লে ক্যামেরা সেটআপ । শাওমি অলরেডি আন্ডার ডিসপ্লে ক্যামেরা এর জন্য পেটেন্ট করে ফেলেছে ।
Check this out from our R&D team! @Xiaomi continues to innovate and we have some exciting tech up our sleeves. RT if you love under display camera! #xiaomi pic.twitter.com/4Rlzt9uRAd
— Alvin Tse (@atytse) June 3, 2019
দুটি ফোনের কোনটির ও নির্দিষ্ট রিলিজ ডেট জানা যায়নি । তবে ধারনা করা হচ্ছে ,এই বছরের শেষের দিকে আসতে পারি স্মার্টফোন দুটো ।