অ্যান্ড্রয়েড YouTube অ্যাপস এর একটি বিরক্তিকর সীমাবদ্ধতা হল যখন আপনি অ্যাপস থেকে বের হবেন তখন চলমান ভিডিও Pause করে দেয়।
এই সমস্যা থেকে বের উত্তরণের জন্য কয়েকটি উপায় বলব আপনাদের ।
- এর মধ্যে সহজ এবং ফ্রি সলিউশন হল FireFox ব্রাউজার । ফায়ারফক্স ব্রাউজার দিয়ে আপনি YouTube এর ভিডিও চালিয়ে রেখে আপনার অন্যান্য কাজ সহজেই করতে পারবেন । এতে ভিডিও Pause হওয়ার কোন চান্স নেই ।
- এখন যেই অ্যাপসটার কথা বলব এটার জন্য আপনাকে মাসে 9.99 ডলার গুনতে হবে । এটি হচ্ছে YouTube Red । এটির ব্যাবহার করার জন্য আপনাকে মাসিক সাবস্কিপশন হিসেবে এই ডলার দিতে হবে । এটির ‘ Background Play ‘ নামের একটি ফিচার আছে এটি ইউজ করে ব্যাকগ্রাউন্ডে YouTube ভিডিও চালাতে পারবেন ।
- এরপর যেটার কথা বলব এটি আসলে ব্যাকগ্রাউন্ড নয় আপনাকে পপ আপ এ YouTube চালানোর অভিজ্ঞতা দিবে । এটি হচ্ছে Awesome Pop-Up Video Pro । এই অ্যাপস টির প্রো ভার্সন কেনার জন্য আপনাকে ২ ডলার খরচ করতে হবে । তবে আপনি গুগলে সার্চ দিয়ে এর ক্র্যক ভার্সন নামিয়ে ইউজ করতে পারেন ।