its-official-cyanogenmod-is-dead-696x392

গুগল এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক অন্যতম কাস্টম ওএস সায়ানোজেন  অপারেটিং সিস্টেম ও এর উন্নয়ন সংশ্লিষ্ট সকল সেবা সমূহ বন্ধ হয়ে যাচ্ছে । সায়ানোজেন  অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্টান সায়ানোজেন ইনকর্পোরেশন এই ঘোষনা দিয়েছে । প্রতিষ্টানটি বলছে আগামী ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে তারা সায়ানোজেন নাইটলি বিল্ড এবংসংশ্লিষ্ট সকল সেবা সমূহ বন্ধ করে দিবে ।সেই সাথে ওপেন সোর্স প্রজেক্ট সায়ানোজেন মোড নাম পরিবর্তিত করে Linage নামে নতুন ভাবে যাত্রা শুরু করবে ।

বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্টান যেমন ওয়ান প্লাস ওয়ান সায়ানোজেন ওএস ইউজ করে আসছে তাদের এবার অন্য ওএস ব্যাবহার করতে হবে ।

Leave a comment