ফেসবুক মেসেঞ্জার একটি মেসেঞ্জারের থেকেও বেশি কিছু । কি আপনার বিশ্বাস হচ্ছে না ? ত চলুন আপনার মেসেঞ্জারকে আরও ইউজফুল করে তুলি।
মেসেঞ্জারে হিডেন বাস্কেটবল গেমস খেলুন ঃ
- আপনার মেসেঞ্জারকে লেটেস্ট ভার্সন এ আপডেট করে নিন প্লে স্টোর থেকে ।
- একজনের সাথে চ্যাট করুন
- তাকে বাস্কেটবল এর ইমো পাঠান ।এটা লাল বৃত্তাকার ( নিচের স্কিনশর্ট দেখুন )।
- ইমো সেন্ট হয়ে গেলে তাতে ট্যাব (ক্লিক) করুন এন্ড ইনজয় করুন ।
সিঙ্গেল কনভার্সনের নোটিফিকেশন অফ করতে ঃ
- মেসেঞ্জার অ্যাপস লঞ্জ করুন
- কনভার্সন পেইজে যেয়ে mute notification থেকে কতক্ষন এর জন্য মিউট করতে চান তা দিয়ে বেরিয়ে যান ।
সকল কনভার্সনের নোটিফিকেশন অফ করতে ঃ
- মেসেঞ্জার অ্যাপস লঞ্জ করুন
- সেটিংস থেকে নোটিফিকেশন এন্ড সাউন্ড এ যান
- উপরে টোগল থেকে নোটিফিকেশন অন /অফ করতে পারবেন
কিভাবে ভয়েস কল করবেন ? ঃ
আপনি জানেন কি যে মেসেঞ্জারে ফ্রি ভয়েস কল করা যায় ?মনে হয় জানেন । চলেন এটার সুবিধা ভোগ করি সিম্পলি কল বাটনে ক্লিক করুন এবং কনভার্সন উইন্ডোতে চলে যাবেন এবং কথা বলা চালিয়ে যান তাও আবার ফ্রিতে ।
মেসেঞ্জার গ্রুপের শর্টকাট তৈরি করুন ঃ
বারবার কি অ্যাপ ড্রয়ার থেকে মেসেঞ্জার অ্যাপসটি খুজে লঞ্জ করতে ভাল লাগে ? না ত ? তাহলে চলুন কোন কনভার্সনের শর্টকাট বানিয়ে হোম স্কিনে রেখে দিই
সিম্পলি , কনভার্সন এ যেয়ে অপশন থেকে ”Create shortcut” এ ক্লিক করেন । ব্যাস, কাজ শেষ । হোম স্কিনে যেয়ে দেখেন শর্টকাট টি পেয়ে যাবেন ।
কিভাবে মেসেঞ্জার এ পিকচার পাঠাবেন ? ঃ
এইটাও আমার বলে দিতে হবে ? (মজা হিসেবে নেন) আমি জানি এটা আপনি জানেন । তাই আর বললাম না ! :p
কিন্তু একটি পিকচার দিলাম নিচে দেখে নিন ঃ
কিভাবে বড় থাম্পস আপ (লাইক ইমো) পাঠাবেন ? ঃ
সহজ,থাম্পস আপ( লাইক বাটন ) এ ক্লিক করে ধরে থাকুন এবং আপনার মনেরমত সাইজে এলে ছেড়ে দিন । 😀
কিভাবে লোকেশন পাঠাবেন বা দেখবেন ? ঃ
আপনার লোকেশন অপশন টি চালু করে নিন সেটিংস থেকে এবং আপনার বন্ধুকেও বলুন অন করতে তাহলে দুজনেই দুজনের লোকেশন জানতে পারবেন ।
শেষ ! আর কোন হেল্প লাগবে মেসেঞ্জার এর ? লাগলে কমেন্ট অপশন এ বলেন । না লাগলেও কমেন্ট এ বলেন এই পোস্টটি কেমন লাগল ? ধন্যবাদ পড়ার জন্য ।