নেভিগেশন বার হছে আপনার ফোনের টাচ কিপ্যাড,যা হাই কনফিগারেশন ফোনে থাকে। তবে এবার আপনিও আপনার ফোনে এটি ইউজ করতে পারবেন ।
যা লাগবে তা হল :
- একটি রুটেড ফোন
- একটি রুট এক্সপ্লোরার অ্যাপস , ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে zippyshare অথবা mediafire
এইবার কাজ শুরু করা যাক :
- রুট এক্সপ্লোরার দিয়ে আপনার ডিভাইস এর /system/ ফোল্ডারে যান
- ওখানে build.prop নামের একটি ফাইল দেখতে পাবেন ওইটা যেকোনো Text Editor দিয়ে ওপেন করুন ( আপনার সুরক্ষার জন্য কাজটি করার আগে build.prop ফাইলটি ব্যাকআপ করে রাখতে পারেন ) ।
- তারপর সবার নিচে লিখুন qemu.hw.mainkeys=0
- সেভ করে বেরিয়ে আসুন
- ফোন রিস্টার্ট দিন
মজা করে ইউজ করতে থাকেন ।