one+2

ওয়ান প্লাস ওয়ানের জনপ্রিয়তার পর এবার বাজারে আসছে ওয়ান প্লাস টু। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনটির বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

ওয়ান প্লাসের সিইও লিউ জুওহু নিজেই এই তথ্য জানিয়েছেন। একইসাথে তিনি স্মার্টফোনটির দামের ব্যাপারেও আভাস দিয়েছেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে তিনি তার অনুসারীদের কাছে জানতে চান, যদি ওয়ান প্লাস ওয়ানের পর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর সমৃদ্ধ ওয়ান প্লাস টু বাজারে আনা হয়, তাহলে এর মূল্য কত হলে ভালো হয়? আর এই প্রশ্নের জবাবে একেকজন একেক রকম উত্তর দিতে শুরু করে। অবশেষে লিউ নিজেই জানান, “২৪৯৯ ইউয়ান (৪০০ ডলার) হলেই মনে হয় ভালো হবে।”

ওয়ান প্লাস টু ছাড়াও আরও একটি বাজেট ফোন চলতি বছরের শেষের দিকে বাজারে আনার পরিকল্পনা করছে ওয়ান প্লাস।

—–প্রিয় টেক

Leave a comment